নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ বশির স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
রোববার (৩ আগস্ট ২০২৫) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি নির্বাচনী পরিকল্পনা, স্থানীয় উন্নয়ন ভাবনা এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা করেন।
বিএনপির এই মনোনয়নপ্রত্যাশী বলেন, “আমি দীর্ঘদিন প্রবাসে থেকেও বাংলাদেশের রাজনীতি ও বিএনপির কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। হিউস্টন বিএনপি টেক্সাস শাখা এবং যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি দলটির আজীবন সদস্য।”
সভায় তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আমি নেত্রকোনা-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।”
তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে আটপাড়া ও কেন্দুয়ায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অবকাঠামোসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি বলেন, “জনগণের কাছে দায়বদ্ধ থেকে আমি মাঠে আছি এবং থাকব। এলাকাবাসীর আস্থা ও সমর্থন পেলে তাদের নিয়েই এগিয়ে যেতে চাই।”
মতবিনিময় সভায় আটপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মোহাম্মদ বশির।
