নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুনজিয়া এলাকায় ডন বক্সো কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ‘রুসা বাংলাদেশ’ আয়োজিত এ সমাবেশে কয়েক শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
ডন বক্সো কলেজের প্রভাষক সিলভিয়া রহমান আকঞ্জী ও প্রভাষক প্রদীপ প্রেমার পরিচালনায় এবং রুসা বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এম. এন. আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ আলম, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এবং ডন বক্সো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ শহীদুল্লাহ খান।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মাদক বর্তমানে আমাদের সমাজে এক ভয়াবহ ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়েছে। দেশের ভবিষ্যৎ প্রজন্ম—যুব সমাজ আজ মাদকের করাল গ্রাসে বিপর্যস্ত। এই সংকট থেকে উত্তরণের জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ হয়।