নিউজ ডেক্সঃ
নেত্রকোনার আটপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনা ঘটে গত শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সুখারী ইউনিয়নের দেবদ্বার গ্রামে। আহতরা হলেন—হারুন রশিদ (৩৮), তরিকুল ইসলাম (২৯), হুমায়ুন (৪৫) এবং মো. সুমন (২৮)। তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, জমিসংক্রান্ত বিরোধ এবং পুকুরের মাছ চুরিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। ঘটনার দিন হারুন রশিদ তাঁর শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাঁর পথরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে লাট মিয়া নামের এক ব্যক্তি নিজের ছেলেসহ কয়েকজনকে নির্দেশ দেন হারুনকে আক্রমণ করতে। এরপর ধারালো অস্ত্র ও বল্লম দিয়ে হামলা চালানো হয় তাঁর ওপর।
হারুনের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালায় প্রতিপক্ষ। দেশীয় অস্ত্র—রামদা, হাতুড়ি ও লাঠিসোঁটা ব্যবহার করে চালানো এ হামলায় আরও তিনজন আহত হন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
এ ঘটনায় আহত হারুন রশিদের ভাই আল মামুন আটপাড়া থানায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন—মৃত চাঁন মিয়ার তিন ছেলে লাট মিয়া (৪৫), হাদিস (৪২), খাদেম (৩৮), হাদিস মিয়ার ছেলে সোলেমান (২০), মৃত গাজি রহমানের ছেলে হানিফ (৩৫), লাট মিয়ার ছেলে তাপস (২২) এবং সম্রাট।
অন্যদিকে, অভিযুক্তদের এক নারী স্বজন দাবি করেন, ঘটনার আগে লাট মিয়া বাদীপক্ষের পারিবারিক বিরোধ মেটাতে গেলে উল্টো তাঁকেই মারধর করা হয়। এরপর তাঁর ভাই ও ভাতিজারা ক্ষিপ্ত হয়ে পাল্টা হামলা চালান।
এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আল মামুনের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ইতোমধ্যে একজন আসামিকে (হানিফ) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।