সুনামগঞ্জ প্রতিনিধি
সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮০০ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর উপলক্ষে ছড়া বিভাগে ‘সিমোপা তরুণ সাহিত্য পুরস্কার -২০২৩’ পেলেন ছড়াকার ও প্রাবন্ধিক আবদুল কাদির জীবন।
গতকাল রবিবার (১ অক্টোবর ২০২৩) সন্ধা ৭ ঘটিকার সময় সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে পাঠাগারের চেয়ারম্যান দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী ‘সিমোপা সাহিত্য পুরস্কার-২০২৩’ এর জন্য তিন বিভাগে (তরুন, যুবক ও প্রবীণ) পাঁচ বিষয়ে (ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ ও গান) মোট বিশ জন লেখকের নাম ঘোষণা করেন তিনি। তরুণদের মধ্যে আবদুল কাদির জীবন অন্যতম।
আবদুল কাদির জীবন দীর্ঘদিন থেকে ইংরেজি ম্যাগাজিন “দ্য আর্থ অব অটোগ্রাফ” সম্পাদনা করে আসছেন। ইতিমধ্যে তিনি ম্যাগাজিনের ১০টি সংখ্যা প্রকাশ করেছেন। ১১ নাম্বার সংখ্যার কাজ চলছে। দ্য আর্থ অব অটোগ্রাফ সিলেটের প্রথম নিয়মিত ধারাবাহিক ইংরেজি ম্যাগাজিন।
আবদুল কাদির জীবন সিলেটের সাহিত্য সংস্কৃতি অঙ্গনে একটি পরিচিত নাম। ইতিমধ্যেই তার ২টি গ্রন্থ “দুঃখ নাচে সুখের কাছে” ও “লিডিং ইউনিভার্সিটি প্রিয় প্রাঙ্গণ” প্রকাশিত হয়েছে ও ১ টি গ্রন্থ প্রকাশিতব্য। তাঁর অনেক লেখা স্থানীয়, জাতীয় পত্রপত্রিকায় ও বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
আবদুল কাদির জীবন সিলেট লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ থেকে বি.এ (সম্মান) সম্পন্ন করে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে এম. এ ইংরেজি বিষয়ে অধ্যয়নরত। পাশাপাশি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে হাদিস বিভাগ থেকে কামিল (মাস্টার্স) সম্পন্ন করেছেন।
সাহিত্য সংস্কৃতি সংগঠনের সাথে আবদুল কাদির জীবনের রয়েছে বেশ সম্পৃক্ততা। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ‘সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য, সিলেট মোবাইল পাঠাগারের আজীবন সদস্য, সুনামগঞ্জ কেন্দ্রীয় গণপাঠাগারের আজীবন সদস্য হিসেবে রয়েছেন তিনি।
লেখাপড়ার পাশাপাশি তিনি সাংবাদিকতার সাথে তাঁর রয়েছে সক্রিয় ভূমিকা। তিনি সুনামগঞ্জ জেলার ‘শান্তিগঞ্জ প্রেসক্লাব’র দপ্তর সম্পাদক হিসেবে বর্তমান কমিটিতে আছেন। তাছাড়া তিনি সরকার কর্তৃক নিবন্ধিত পত্রিকা ‘নিউজবিডি জার্নালিস্ট টোয়েন্টফর.কম’র সিলেট জেলা প্রতিনিধি ও ‘গ্রীনবাংলানিউজ.কম’র সিলেট মহানগর প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
আবদুল কাদির জীবন ২০২২ সালে কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার ও ২০২০ সালে সুবাস পদক লাভ করেন। এছাড়া আরো অনেক সাহিত্য পুরস্কার ও সম্মাননা তার জুড়িতে রয়েছে।
‘সিলেট মোবাইল পাঠাগার তরুণ সাহিত্য পুরস্কার-২০২৩’ প্রদান করায় তিনি মোবাইল পাঠাগার কার্যকরি পরিষদের চেয়ারম্যান, সচিব ও আহবায়ক কমিটির সকল সদস্যদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।