কুৃষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের পাবনা জেলার রূপপুরে বিশ্বের প্রবল পরাক্রমশালী পরাশক্তিধর দেশ রাশিয়ার সার্বিক তত্বাবধানে ও অর্থায়নে স্হাপিত হয়েছে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র।সে কারণে বলাই যায় যে, বর্তমানে বাংলাদেশ পরমাণু ক্লাবে যুক্ত হয়েছে।
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানী “ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম’র প্রথম চালান রাশিয়া থেকে পাবনার রুপপুরে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে আজ দুপুর ১ টা ১৬ মিনিটে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এসে করে।তদকারণে আজ সকাল ৬ টা থেকে নিরাপত্তা জনিত কারণে প্রমত্তা পদ্মা নদীর উপর নির্মিত লালন শাহ সেতুর উপর দিয়ে যান চলাচল বিকাল ৩ টা পর্যন্ত বন্ধ রাখা হয়।
জানা যায়,ক্ষুদ্র আকারের মাত্র সাড়ে ৪ গ্রাম ওজনের ইউরেনিয়াম প্লেট দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যায়, সে পরিমাণ বিদ্যুৎ তৈরী করতে কয়লা লাগে ৪০০ কেজি এবং গ্যাস লাগে ৩৬০ ঘনমিটার।বাংলাদেশের মত একটি ক্ষুদ্র দেশ যে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্হাপন করতে সক্ষম হয়েছে তা সত্যিই বিস্ময়কর।যা আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার নিপূণ কারিগর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব এবং দক্ষতার মাইলফলক। অদুর ভবিষৎ এ বাংলাদেশ পারমানবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে, এমনটাই আমাদের সকলের প্রত্যাশা।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited