মৌলভীবাজার প্রতিনিধি::
জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে ফুলকুঁড়ি আসরের ৪৯ তম প্রতিষ্টা বার্ষিকী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে শহরের পৌরসভা কনফারেন্স হলে ফুলকুঁড়ি আসরের আয়োজনে ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর শাখার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্টান অনুষ্ঠিত হয়।
ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর শাখার পরিচালক আব্দুলাহ আল মুন্তাসিরের সভাপতিত্বে ও সঞ্চালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর শাখার শিক্ষা ও সাহিত্য উপদেষ্টা ইম্পিরিয়েল কলেজের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশিদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দীয় ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক হুমায়ুন কবির হিমু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার কবি সাহিত্যিক মৌলভীবাজার সাপ্তাহিক সমাচার পত্রিকার সম্পাদক আবদাল মাহবুব কোরেশি, বিশিষ্ট শিশু সংগঠক ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর শাখার সাবেক পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ।
দুইটি সেশনে শহরের বিভিন্ন স্কুল থেকে বাছাই করে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬০ জন শিক্ষার্থী কে ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেয়া হয়।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited