লংগদু উপজেলা প্রতিনিধি ঃ
রাঙ্গামাটির লংগদু উপজেলায় পানিতে ডুবে নিখোঁজের ৬ ঘন্টা পর কাপ্তাই লেক থেকে উদ্ধার হয়েছে ডুবে যাওয়া জেলের লাশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫.৩০ এর সময় লংগদু উপজেলার ৫নং ভাসান্যাদম ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় ঝড়ো হাওয়ার মধ্যে ইঞ্জিন চালিত নৌকা করে বাড়িতে ফেরার পথে অন্য একটি ইঞ্জিন চালিত নৌকা পেছন থেকে ধাক্কা দিলে পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, দুইটি নৌকায় দুজন ছিলো। হঠাৎ পিছনের নৌকা এসে ধাক্কা দিলে আনোয়ার হোসেন (৩৫), পিতা. সৈয়দ আহমদ পানিতে পড়ে সঙ্গে সঙ্গে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় অনেক খোঁজা খুঁজির পর বুধবার রাত ১০টায় তাকে উদ্ধার করা হয়।
এবিষয়ে জানতে চাইলে লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, লংগদু থানা পুলিশ বিষয়টি অবগত রয়েছেন।স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করা হয়েছে। মৃৃত ব্যাক্তির স্ত্রীর অভিযোগের ভিত্তিতে একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited