কুৃষ্টিয়া জেলা প্রতিনিধি
মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সবই হচ্ছে আবার কিছুই হচ্ছে না। যুব-সমাজের আয়োজনে মাদক বিরোধী সচেতনতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল আজিজ।
তিনি বলেন, সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে
মাদকের প্রবণতা। মাদক ছড়িয়ে পড়েছে সর্বত্র।
বিশেষ করে যুব সমাজ নিমজ্জিত হচ্ছে অন্ধকারে। ভেঙ্গে যাচ্ছে দেশের চালিকা শক্তি যুব সমাজের মেরুদন্ড, যার পরিপ্রেক্ষিতে সমাজ ব্যবস্থায় চরম বিশৃংখলা দেখা যাচ্ছে। কুফলের দিক জেনেও এক অদৃশ্য শক্তি বশ করছে এ সমাজকে।
প্রতিনিয়তই সুস্থ জীবন থেকে সরে যাচ্ছে বহু তরুণ, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সের মানুষ। মাদক থেকে সকলকে দূরে থাকার আহব্বান জানান তিনি।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,
৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কাসেম,
সাধারন সম্পাদক ও ইউপি সদস্য নজরুল ইসলাম দফাদার, সাবেক মেম্বর মাহাবুল আলম, ধরমপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাজেদুর রহমান সান্টু, রবিউল ইসলাম রবি সহ স্থানীয় যুবসমাজের নেতৃবৃন্দ।।