মৌলভীবাজার প্রতিনিধি::
কলাগাছের সুঁতা দিয়ে ঐতিহ্যবাহী পোশাক তৈরি বিষয়ক ২০দিন ব্যাপি(১১-২০ সেপ্টেম্বর) প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের আয়োজনে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন
মৌলভীবাজার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মল্লিকা দে।
মৌলভীবাজারে মঙ্গলবার এ প্রশিক্ষণের উদ্বোধন কর হয়। উদ্যোক্তা ও তাঁত প্রতিনিধি মো: রবিউল ইসলাম রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, এসএমই ফাউন্ডেশনের সহকারি মহাব্যবস্থাপক মো. আব্বাস আলী, মৌলভীবাজার আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের অধ্যক্ষ তোফায়েল আহমদ ও বিসিক মৌলভীবাজারের উপব্যবস্থাপক মো. বিল্লাল
হোসেন ভুইয়া। অনুষ্ঠানে কলাগাছের সোঁতা দিয়ে শাড়ী তৈরিকারী মনিপুরী নারী রাধাবতী দেবী উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান রাধাবতী দেবী নিজেই প্রশিক্ষক হিসেবে এখানে থাকবেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে মনিপুরী নারীরা প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited