মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজার সিআরপি’র উদ্যোগে শনিবার দিনব্যাপি জেলার রাজনগর উপজেলার পদিনাপুর এলাকায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে বিভিন্ন স্থান থেকে ষ্টোক, প্যারালাইসিস, বাত জনিত সমস্যা, ব্যাথা, শরীরে আঘাত প্রাপ্ত, স্বাভাবিক কথা বলতে না পারা এবং প্রতিবন্ধিদের চিকিৎসা সেবা ও পরামর্শ দেয়া হয়।
এ কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেন ফ্রেন্ডস অব সি,আর,পি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক সমাজ সেবক এ.কে, লুৎফুল হক।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, শিশু বিশেষজ্ঞ ডাক্তার ও সমাজ সেবক এ কে জিল্লুল হক, সিআরপি সেন্টার ম্যানেজার শাকিল আহমদ, ম্যানেজার প্রশাসন মঞ্জু রায়, ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আতিয়া অন্তরা, অকোপেশনাল থেরাপি মানিশা চক্রবর্তী ও এডভোকেট নামমুল হক প্রমুখ।