কুৃষ্টিয়া জেলা প্রতিনিধি ঃ
কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় মুজাহিদ কমিটির কুমারখালী উপজেলা শাখার প্রচার সম্পাদক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কাজীপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হয়েছেন শিলাইদহ ইউনিয়ন এর জাহেদপুর ভেদুরি গ্রামের মৃত নিয়ামত শেখের ছেলে হাজী শাহাবুদ্দিন শেখ (৬৫)। তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটির কুমারখালী উপজেলা শাখার প্রচার সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে বাইসাইকেলে চালিয়ে যাবার সময় কাজীপাড়া মোড় থেকে বাসের ধাক্কায় শাহাবুদ্দিন শেখ নামের ব্যক্তি রোডের উপর ছিটকে পরে মারাত্মক আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রহিম জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited