মৌলভীবাজার জেলা প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের উদ্যোগে পরিচালিত গবেষণা কার্যক্রম ও আঞ্চলিক অফিসের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ পৌর এলাকার কুমড়াকাপনে গবেষণা কার্যক্রম ও আঞ্চলিক অফিসের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক মো: শারফুদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ডা. সয়েফ উদ্দিন আহমেদ, জেলা সির্ভিল সার্জন ডা. জালাল উদ্দীন মুর্শেদ, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান,কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রইছ আল রেজুয়ান, উপজেলা স্বাস্থ্য,পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম ভূইয়া, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামীলীগ উপজেলা সভাপতি আছলম ইকবাল মিলন, এরিয়া কো-অর্ডিনেটর সবুজ জামান সহ জেলার বিভিন্ন স্থরের চিকিৎসার সাথে জড়িত ব্যক্তিবর্গ ও মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরন করার পাশাপশি ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে সন্মান জানানো হয়।