দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান রাজাকার পুত্র মোয়াজ্জিম হোসেন জুয়েলের নেতৃত্বে সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফ কে হত্যার উদ্দেশ্যে হামলা ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক জুসেফ ও তার ছোট ভাই জোহান মারাত্মক ভাবে জখম হন। সাংবাদিক জুসেফ দৈনিক ভোরের কাগজের দিরাই প্রতিনিধি হিসেবে কর্মরত।
সোমবার সন্ধা ৭ টায় সাংবাদিক জুসেফের পৌরসভার আরামবাগস্থ বাসভবনের সামনে এ হামলার ঘটনাটি ঘটে। আহতদের দিরাই সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা জন্য সিলেট রেফার করা হয়েছে বলে জানান আবাসিক মেডিকেল অফিসার রায়হান মিয়া।
জানা যায়,সরমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দাতা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে সাংবাদিক জুসেফ ও চেয়ারম্যান জুয়েল এর পরিবারের মধ্যে। দীর্ঘদিন ধরে চলে আসা বিবাধ নিষ্পত্তির লক্ষ্যে সোমবার বিকেলে সরমঙ্গল গ্রামে সালিশি বৈঠক বসে। এ সময় চেয়ারম্যানের ভাই ভাতিজারা সাংবাদিক জুসেফকে হত্যার হুমকি দেয়। পরে সন্ধা ৭ টার দিকে সাংবাদিক জুসেফ ও তার ভাই আরামবাগ বাসভবনের সামনে চেয়ারম্যানের নেতৃত্বে হামলার শিকার হয়।
এবিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মোক্তাদির জানান,ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে তিনি জানান।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited