ডেস্ক নিউজ ঃ
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ৭জন নিহত হয়েছেন। আর এতে আহত হয়েন ৯০ জন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
এ নিয়ের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে ক্ষতিগ্রস্ত গাড়ি ও ধ্বংসাবশেষ দেখা গেছে। ভিডিওতে একটি লাশও দেখা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশ সীমান্তের কাছেই চেরনিহিভ শহরের অবস্থান। রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র বেলারুশ। আগ্রাসনের শুরুর দিকেই শহরটি দখলে নেয় রাশিয়ান বাহিনী। তবে পরবর্তী সময়ে তা পুনরুদ্ধার করে ইউক্রেন।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে জেলেনস্কি লিখেছেন, আমাদের চেরনিহিভ শহরের কেন্দ্রস্থলে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ভবনসহ একটি বিশ্ববিদ্যালয় ও থিয়েটার হামলার শিকার হয়েছে।
জেলেনস্কি আরও বলেছেন, একটি সাধারণ শনিবারকে রাশিয়া যন্ত্রণা ও ক্ষতির দিনে পরিণত হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, ইউক্রেনীয় একটি ড্রোন উত্তরপশ্চিমাঞ্চলীয় নভগোরদ অঞ্চলে একটি সামরিক বিমানঘাঁটিতে আঘাত করেছে। এতে আগুন ধরেছে তবে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এতে একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে রাশিয়া। এদিকে ইউক্রেন এই ড্রোন হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।