দোয়ারাবাজার প্রতিনিধি ঃ
সুনামগঞ্জ দোয়ারাবাজার লক্ষীপুরে রাস্তার চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে জনগণ। উপজেলার লক্ষীপুর ইউনিয়ন হতে দোয়ারাবাজার উপজেলার সাথে একমাত্র যোগাযোগের রাস্তা এটি। বাংলাবাজার হতে রাবার ড্রাম পর্যন্ত প্রতি বছর বর্ষাকাল আসলে চরম দুর্ভোগে পড়তে হয় জনগণ। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষের উপরে চলাফেরা করতে হয়। বাংলাবাজারের এক ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, এই রাস্তা ছাড়া আমাদের আর কোন রাস্তা নেই উপজেলার সাথে যোগাযোগ করা এবং আমাদের এই রাস্তা দিয়ে সিলেট থেকে মালামাল আনতে হয়, বর্ষাকাল আসলে এই রাস্তা দিয়ে সম্ভব হয় না মালামাল আনা। সকল জনগনের দাবি এই রাস্তা ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নেই, অসুস্থ রোগি এবং চলাফেরা অসম্ভব হয়ে পরে। তাই সরকারের কাছে দাবী জানাই অতি তাড়াতাড়ি এই রাস্তা সংস্কার করার জন্য।