ইমতিয়াজ খান ছিলেন একজন সাবেক ছাত্রলীগ কর্মী। ছাত্রলীগ ত্যাগ করে ছাত্রদল সমর্থন করায় ইমতিয়াজ খানের বাড়িতে পূর্বের শত্রুতার জের ধরে হামলা করেছে ছাত্রলীগকর্মীরা।
রবিবার ২৭ জুন ২০২২১ সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের দরে সিলেট ওসমানীনগর উপজেলার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন কোনাপাড়া গ্রামে ইমতিয়াজের বাড়িতে ঢুকে ইমতিয়াজ ও তার পরিবারের উপর স্থানীয় ছাত্রলীগ কর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
ইমতিয়াজের বাবা জানান ২০১৮ সালের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান পরাজয়ের দায়-ভার
ইমতিয়াজের উপর চাপানো হয়। ছাত্রলীগ কর্মীরা দাবী করে ইমতিয়াজ মেয়র আরিফের জন্য কাজ করেছে।
এছাড়া ও তিনি আরো জানান রবিবার রাতে আনুমানিক ১০টার দিকে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগ কর্মী লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির সামনে চিল্লাচিল্লা করে পরে বাড়িতে ঢুকে ইমতিয়াজের খোঁজ করে। আমার ছেলেকে না পেয়ে আমার বাড়িতে ঘরের আসবাবপত্র, দরজা জানালা ভাঙচুর করে এবং আমাকে বলে আমার ছেলে ছাত্রলীগ থেকে ছাত্রদলে যোগদান করে ঠিক করেনি এরজন্য তাকে কঠিন প্রস্তাতে হবে। তারা আরো বলে এতো মাত্র শুরুয়াত। তারা আমার ছেলের প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
উল্লেখ্য, ২৭ জুন ২০২১ ইং। ইমতিয়াজ যখন ছাত্রলীগ থেকে ছাত্রদল সমর্থন করা শুরু করেছে সে সময় থেকে ইমতিয়াজের সাথে ছাত্রলীগের শত্রুতা শুরু হয়েছে। তার কারণ ছাত্রলীগের দলীয় কুন্দোল ও নির্বাচনের ভোট কারচুপির কথা ফাস করতে পারেন। তাই বার বার ইমতিয়াজের উপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ।