কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
তথ্য অধিদপ্তর থেকে পাঠানো তথ্য বিবরণীতে বলা হয়, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে, পরিবেশ পরিচ্ছন্নতার ওপর নজর দিতে হবে বলে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুর লক্ষণ শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি হওয়ার পাশাপাশি কিছু লক্ষণ দেখা দিলে ডেঙ্গু সন্দেহে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।যেমন- তীব্র মাথা ব্যথা; চোখের পেছনে ব্যথা; শরীরের পেশি ও জয়েন্টগুলোতে ব্যথা; বার বার বমি করার প্রবণতা; নাসিয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া; শরীরে র্যাশ ওঠা।
তীব্র ডেঙ্গুর লক্ষণ ডেঙ্গু হওয়ার ৩ থেকে ৭ দিন পর হতে পারে; শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়া, তীব্র পেট ব্যথা; ক্রমাগত বমি করা, বমির সঙ্গে রক্ত যাওয়া, ঘন ঘন শ্বাস নেওয়া; শরীরে অবসাদ বোধ করা, অস্থিরতাবোধ করা। ব্যক্তিগত সতর্কতা ঘরের বা অফিসের বা কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখতে হবে; মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে, এমন পোশাক পরিধান করতে হবে। কমিউনিটির সচেতনতা পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে; পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে সরাসরি যুক্ত হওয়ার জন্য সচেষ্ট হতে হবে।
আশে পাশে পরিচিত অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে খবর পেয়েছি। তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited