ডেস্ক নিউজ ঃ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাধারণ মানুষ হত্যা করেনি। যারা ইতিহাসের জঘন্যতম কাজটি করেছিল, তারা তখন নানা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল। আজও নানা পরিচয়ে তারা এ দেশে আছে।
শনিবার রাজধানীর ফার্মগেট সংলগ্ন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শোক দিবস উপলক্ষে এ আয়োজন করে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি (বিএইএ)।
সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, আমরা যারা নির্বাচন করি এবং এলাকায় মানুষের কাছে যাই দেখি, উপহারের ঘর (আশ্রয়ণ প্রকল্পের ঘর) থেকে বেরিয়ে মানুষ বেহেশতের হাসি দেয়। মানুষের মুখে এমন হাসি দেখার জন্যই হয়তো এতদিন রাজনীতি করেছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মতিয়া চৌধুরী বলেন, মানুষের প্রতি তার যে দরদ, যে অঙ্গিকার তা অসাধারণ। শেখ হাসিনা দেশের মানুষের জন্য অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, কৃষিব্যবস্থা উন্নত করেই ক্ষান্ত হননি; সেখান থেকে কীভাবে আরও উন্নত জীবনমান রচনা করা যায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করে চলেছেন। বছরের শুরুতে বিনামূল্যে সারা দেশের (প্রাথমিক ও মাধ্যমিক) শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও এমন নজির নেই। ভূমিহীন মানুষকে আশ্রয়ণ প্রকল্পের ঘরে নিয়ে আসার জন্য শেখ হাসিনা যে উদ্যোগ তাও অভূতপূর্ব।
শেখ হাসিনা সাধারণ মানুষের ভালোবাসায় বেঁচে আছেন মন্তব্য করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে সাধারণ মানুষ ভালোবাসতেন। তার কন্যা শেখ হাসিনাও সাধারণ মানুষের ভালোবাসায় বেঁচে আছেন। জনগণের বিপরীতে যাদের অবস্থান তারা শেখ হাসিনাকে জনগণ থেকে আলাদা করার ষড়যন্ত্র করছে। বারবার হত্যার চেষ্টা করা হয়েছে, হচ্ছে।
আয়োজক সংগঠন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম, কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব অধ্যাপক মিজানুল হক কাজল, বঙ্গবন্ধু গবেষক সুভাষ সিংহ রায় প্রমুখ।