ডেস্ক নিউজ ঃ
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন এবার সুদহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থনৈতিক পুনরুদ্ধারে প্রত্যাশিত গতি না থাকায় সম্প্রতি চীনের কেন্দ্রীয় ব্যাংক মাত্র তিন মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারে নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত। মূল্য সংকোচনের ঝুঁকি বাড়ার সঙ্গে সঙ্গে চীন এমন ব্যবস্থা নিচ্ছে বলে রয়টার্সের সংবাদে উঠে এসেছে।
পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এক বছরের মধ্যম মেয়াদি ঋণ সুবিধায় (এমএলএফ) ঋণের সুদহার কমানোর ঘোষণা দিয়েছে। সুদহার আগের ২ দশমিক ৬৫ শতাংশ থেকে ১৫ বেসিস পয়েন্ট কমিয়ে ২ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে।
পিবিওসি জানিয়েছে, কর প্রদান ও ব্যাংকিং ব্যবস্থার মধ্যে পর্যাপ্ত তারল্য সুনিশ্চিত করার জন্য ক্যাশ ইনজেকশনটি ডিজাইন করা হয়েছে। বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছেন, আগামী সপ্তাহে এ সুদের হার কমানো চীনের ঋণের বেঞ্চমার্ক লোন প্রাইম রেট (এলপিআর) কমানোর পথ প্রশস্ত করতে পারে।