কুষ্টিয়া জেলা প্রতিনিধি ঃ
কুষ্টিয়ার ভেড়ামারার আলোচিত মানবিক সংগঠন ” মালদ্বীপ প্রবাসী জীবন রহমান মোহন এর আর্থিক পৃষ্ঠপোষকতায় পরিচালিত ” একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন ‘ র অফিস এর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারা সনো গলিতে মন্ডল’ স ক্যাফে’ র সামনে সংগঠনটির সাথে যুক্ত নবীন সদস্যদের উপস্হিতিতে অনিষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, বিশেষ অতিথী হিসেবে উপস্হিত ছিলেন বিজেএম কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন,কবি মোজজাম্মেল হক বিশ্বাস, আউশ চেয়ারম্যান এনামুল কবির রকিব,ভেড়ামারা কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জীবন রহমান মোহন’ র সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং নবীনদের সামাজিক কাজে যুক্ত হবার জন্য ধন্যবাদ জানান।সংগঠনটি তার মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজ উন্নয়নে কার্যকরী ভুমিকা রাখবে এমনটাই আমাদের সকলের প্রত্যাশা।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited