রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ
ঢাকা সিলেট মহাসড়কের যত্রতত্র দোকানপাট, গাড়ি পার্কিংসহ নানা অনিয়মের বিরুদ্ধে রূপগঞ্জ ভুলতা হাইওয়ে ফাঁড়ি পুলিশের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় থেকে সাড়ে বারটা পর্যন্ত টিআই নাঈম আহমেদ পরিচালনা করেন এ অভিযান। অভিযানে অংশ নেয় কাঁচপুর থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নাঈম আহমেদ
সার্জেন্ট জোবায়ের, এএসআই রুবেল আহমেদ সহ আরো অনেকে। অভিযানে মহাসড়কে বসানো সহস্রাধিক ফুটপাত ব্যবসায়ী, যত্রতত্র গাড়ির পার্কিং উচ্ছেদ করা হয়। এছাড়াও ছয়টি পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
অভিযান পরবর্তী মহাসড়ক আবার দখলের বিষয় জানতে চাইলে টিআই বলেন, মানবিক কারনে ফুটপাতের ব্যবসায়ীদের বিরূদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়নি। তিনি আরো বলেন আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজন হলে প্রতিদিন একাধিকবার অভিযান করা হবে।