সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো পরিকল্পনা নেই । একই সঙ্গে আলোচনার মাধ্যমেই ইউক্রেন সংকট সমাধানে আগ্রহী মস্কো। সোর্সঃআলজাজিরা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ কিংবা পূর্বাঞ্চলীয় লভিভ পর্যন্ত এগোতে পারে রুশ বাহিনী। এর আগে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা রাশিয়াকে ভাঙা এবং ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেন মেদভেদেভ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে আরও দূরপাল্লার অস্ত্র দিতে আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক বৈঠকে ভিডিও কনফারেন্সে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত বাখমুত ও খেরসন সফর করেছেন তিনি। সেসব এলাকার পরিস্থিত ইইউ নেতাদের কাছে আবেগ প্রবণভাবে তুলে ধরেন। তাঁর মতে ২৭ ইইউ নেতা এবং শীর্ষ কর্মকর্তাও আবেগপ্রবণ হয়ে পড়েন।
ইইউর একটি সূত্র জানায়, যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে এমন পাঁচটি কারণের ব্যাপারে মিত্রদের সতর্ক করেছেন জেলেনস্কি। যার মধ্যে রয়েছে আধুনিক বিমানের অভাব, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্ব এবং পশ্চিমা নিষেধাজ্ঞার দুর্বলতা।