কুষ্টিয়া জেলা প্রতিনিধি ঃ
আজ শোকাবহ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস। মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। দিবসের প্রাক্কালে সকাল ৮ টায় দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এই সময়ে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, কোষাধক্ষ্য জাকির হোসেন বুলবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, ভেড়ামারা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সোলাইমান হোসেন, যুগ্ম আহবায়ক মনিরুল হাসান শিশির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম, সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাধন সহ পৌর আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও
সহযোগী সংগঠনের নেতাবৃন্দ।