রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় ৮টি জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। সোমবার উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার ৮টি জলাশয়ে ৩১২ কেজি কার্প জাতীয় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। এ সময় প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে উদ্বোধন করেন। এরপর উপজেলার ৮টি জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, জেলা পরিষদ সদস্য জাকির হোসেনসহ অনেকেই।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited