নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের উদ্বোধন হলো আল-কুরআন শিক্ষা প্রতিষ্ঠান স্টার এডুকেশনে। প্রতিষ্ঠানটি মৌলভীবাজার পাশে আদি এন্ড আরিয়ান শপিং সিটি (২য় তলা) অবস্থিত ।
০১-০৭-২৩ইং তারিখে স্টার এডুকেশন নামে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসার কারি ও আলিম এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আল-কুরআন শিক্ষা দেওয়া হয়।
মৌলভীবাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠান জনগণের কাছে দিন দিন প্রিয় একটি প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।মৌলভীবাজার শহরাঞ্চল ও আবাসিক অঞ্চলের অনেক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ করছে।
স্টারএডুকেশনে যা যা শেখানো হচ্ছে, নূরানী কায়দা,আমপারা,তাজবিদ শিক্ষা,সহী-শুদ্ধভাবে কুরআন,সহী-শুদ্ধভাবে নামাজ শিক্ষা,জরুরী মাস’আলা,প্রয়োজনীয় সূরা মুখস্ত,কালেমা সমূহ,বাচ্চাদের আদব ও নৈতিক শিক্ষা।