দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ
সুনামগঞ্জের দিরাইয়ে আবুল হোসেন (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামের ওই যুবকের নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত যুবক কুলঞ্জ গ্রামের আবু সালেহ এর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক পরিবারের সঙ্গে সিলেট শহরে বসবাস করতো। গত ৩০শে জুলাই গ্রামের বাড়িতে আসেন তিনি। মঙ্গলবার সারাদিন যুবকের কক্ষের দরজা বন্ধ ছিল। রাতে প্রতিবেশী নিকটাত্মীয়রা ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় দিরাই থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে যুবকের গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। সিআইডি, পিবিআইয়ের বিশেষজ্ঞ টিম নিয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited