নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় লোডশেডিং এর পরিমাণ বৃদ্ধি পাওয়ায় রাজনগর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করেছে রাজনগরের বিক্ষুদ্ধ জনতা।
মঙ্গলবার (১ আগস্ট) ১১টার দিকে রাজনগর উপজেলার ০৬নং টেংরা ইউনিয়নের অসংখ্য লোকজন মোটরসাইকেল ও অটোরিকশাযোগে রাজনগর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে প্রায় ঘন্টা খানকে ঘেরাও করে রাখে বিদ্যুৎ অফিস।
এসময় পল্লী বিদ্যুতের কর্মচারীরা তোপের মুখে পড়েছিলেন। এ সময় দায়িত্বশীল কোনো কর্মকর্তা না থাকায় বিক্ষোভকারীরা ২ ঘণ্টার মধ্য বিদ্যুৎ সরবরাহের দাবি জানায়। যদি বিদ্যুৎ সরবরাহ আগামীকাল থেকে যথাযত না হয় তাহলে আবারো বিদুৎ অফিস ঘেরাও করার ঘোষণা দেওয়া হয়।
এ ব্যাপারে একামধু গ্রামের রজব মিয়া বলেন ,এলাকায় ভয়াবহ লোডশেডিং হচ্ছে। রাত-দিন মিলে ২/৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে। এতে আমাদের ছেলে-মেয়েদের পড়ালেখার ক্ষতি হচ্ছে। অতিষ্ঠ গরমে আমরা দুর্বিষহ জীবনযাপন করছি।
গণেশপুর গ্রামের তোফায়েল আহমেদ বলেন, বিদ্যুৎ এখন সোনার হরিণ হয়ে গেছে। আমারা সারাদিনে ৪/৫ ঘন্টা বিদ্যুৎ এর দেখা পাই না।ডিজিএম ইচ্ছে করেই আমাদের সাথে তাল বাহানা করছেন।
এ ব্যাপারে জানতে রাজনগর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে থাকে ফোনে পাওয়া যায় নি।