কুষ্টিয়া জেলা প্রতিনিধি ঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগরের মানবিক সন্তান জীবন রহমান মোহন।জীবন ও জীবিকার তাগিদে সুদুর মালদ্বীপে দীর্ঘসময় অবস্হান করছেন।ছোটবেলা থেকেই বিভিন্ন মানবিক কার্যক্রমের সহিত যুক্ত “জীবন রহমান মোহন” ব্যাক্তি জীবনে সদালাপি ও মিষ্টভাষী।তার কষ্টাজিত অর্থ থেকে সে মানবিক কিছু কার্যক্রম করে থাকে।যেমন- উপজেলার বিভিন্ন ভাঙাচোরা রাস্তাঘাট মেরামত, দরিদ্র ও অসচ্চল মানুষকে সহায়তা।মেধাবী অথচ দরিদ্র ছাত্রছাত্রীদের লেখাপড়ার খরচ প্রদান,শীতার্থ মানুষকে শীতবস্ত্র প্রদান,বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কালে দরিদ্র মানুষকে সহায়তা,করোনাকালে অসচ্চল ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো, ব্লাড সহায়তা সহ অসংখ্য সামাজিক কাজ, অনলাইন উদ্দোত্তা হিসেবেও প্রবাস থেকে কাজ করে থাকেন।আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় জীবন রহমান মোহন’ র মানবিক সংগঠন ” একটু মানবতার ছোঁয়া তার পক্ষ থেকে ভেড়ামারা প্রেসক্লাবকে একটি স্মার্ট টেলিভিশন প্রদান করা হয়।
এ সময় ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার মোঃ আমিরুল ইসলাম মান্নান, সহ-সভাপতি ফয়জুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক ওলিউল ইসলাম ওলি, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ ইয়ামিন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, সমাজ কল্যাণ সম্পাদক মোহন আলী, সদস্য কমরেড আরিফ, তূর্য হোসেন, মোঃ শাকিল হোসেন, লিটন উজ্জামান, মোহাম্মদ স্মরন প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জীবন রহমান মোহন প্রেরিত প্রতিনিধি দলে একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন এর উন্নয়ন সম্পাদক মোঃ হিমেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক তাইয়্যেবা তাবাসসুম টুকটুকি, সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, সহ প্রচার সম্পাদক আশিক আহমেদ, সদস্য মিথুন রহমান প্রমূখ প্রতিনিধিত্ব করেন।
মানুষ মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে।সমাজসেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে “জীবন রহমান মোহন” সামনের দুস্তর মরুপথ পাড়ি দেবেন এমনটাই সকলের প্রত্যাশা।