ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কারাদণ্ড দেয়া হয়েছে দুই বছরের। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে প্রচারনার সময় রাহুল গান্ধী নরেন্দ্র মোদিকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়েছিলো। সেইসময় রাহুল বলেছিলেন, সব মোদি কেন চোর হয়? তাতে ‘মোদি’ পদবীর অসম্মান হয়েছে এমনটাই দাবি করে রাহুলের বিরুদ্ধে মামলা ঠুকে দেন গুজরাটের সাবেক মন্ত্রী বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি।
সেই মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত রাহুলকে। রাহুলের দাবি, তিনি নরেন্দ্র মোদির সঙ্গে, নীরব মোদি, ললিত মোদিকে ইঙিত করে এই মন্তব্য করেছিলেন। মোদি পদবীর অসম্মানের উদ্দেশ্য মোটেই তার ছিল না। কিন্তু সুরাটের আদালত রাহুলকে এই কারণের জন্য দুই বছরের কারাদণ্ড দিয়েছে।
জানা যায়, রায়ের সময় সেখানে আদালতে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। তবে কারাদণ্ড দেয়া হলেও এখনই জেলে যেতে হচ্ছে না রাহুলকে। এই কংগ্রেস নেতাকে ৩০ দিনের জামিন দিয়েছে আদালত। এই সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে তার।
NRD TV আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।
facebook.com/nrdtv1









সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited