পদ্মা নদীর সুস্বাদু ইলিশ মাছ খুঁজছেন আলোচিত প্রবাসী বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।
মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে এই কথা জানান তিনি। তার পোস্টের কমেন্টে অনেক মানুষ এ নিয়ে নানান মন্তব্য করেছেন।
ফেসবুকে তসলিমা লিখেছেন, ‘ইলিশ ছাড়া আর চলছে না। পদ্মার ইলিশ খুঁজছি।’
তার এই পোস্টের কমেন্টে রূপেন কুমার দাস নামে একজন লিখেছেন, ‘যেখানে আপনি পদ্মার ইলিশের চেয়ে সুপরিচিত সেখানে আপনি পদ্মার ইলিশ খুঁজছেন? বরং পদ্মার ইলিশ আপনাকে খুঁজবে এটা আশা করি।’
রিধি রুবি নামে আরেকজন লিখেছেন, ‘বর্তমানে পদ্মার ইলিশ বাজারে নেই।’
মহুয়া বসু লিখেছেন, ‘সত্যিই বর্ষার দিনে ইলিশ ছাড়া চলে না।’











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited