প্রাকৃতিক সম্পদের খোঁজে ফের গভীর গর্ত খুঁড়ছে চীন
চীনে তেল-গ্যাসসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সিচুয়ানের উপত্যকা অঞ্চলে সাড়ে ১০ হাজার মিটারেরও বেশি গভীর একটি গর্ত খোঁড়ার কাজ শুরু করেছে চীনা প্রকৌশলীরা। এই অঞ্চলটি তেল-গ্যাসসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ।
বৃহস্পতিবার (২০ জুলাই) এই খনন কাজ শুরু হয় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।
৩০ মে চীনের তেল সমৃদ্ধ উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনজিয়াং প্রদেশে আরও একটি গভীর গর্ত খনন শুরু হয়। ১১ হাজার ১০০ মিটার গভীর গর্তটি পৃথিবীর অভ্যন্তরে ১০টিরও বেশি মহাদেশীয় স্তর বা শিলার স্তর ভেদ করবে এবং পৃথিবীর ভূত্বকের ক্রিটেসাস সিস্টেমে পৌঁছে যায়।
এই দুই গর্ত সফলভাবে খোঁড়া হলেও পৃথিবীর ইতিহাসে গভীরতম গর্তের রেকর্ড চীনের হবে না। পৃথিবীতে মানুষের খোঁড়া সবচেয়ে গভীর গর্ত ‘কোলা সুপার ডিপ বোরহোল’।
১৯৮৯ সালে রাশিয়ার নরওয়ে সীমান্তের কোলা উপদ্বীপের পেচেংস্কি জেলার একটি অঞ্চলে বিজ্ঞানীরা এই গর্তের খননকাজ শেষ করেন। খননকাজ শুরু হয়েছিল তারও ২০ বছর আগে। কোলা সুপার ডিপ বোরহোলটির গভীরতা ১২ হাজার ২৬২ মিটার বা ১২ কিলোমিটার ২৬২ মিটার। যা কিনা পৃথিবীর ব্যাসের চেয়ে মাত্র ৫০০ মিটার কম। বর্তমানে রুশ কর্তৃপক্ষ গর্ত সিল করে দিয়েছে।