খুলনা জেলা প্রতিনিধি ঃ
ফরিদপুর মধুখালী জিআর-২৮১/১৮, এসসি -৩০১/১৯ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাদক সম্রাট ( মিলন কে ) শহরের রেলগেট এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে চুয়াডাঙ্গা থানার চৌকশ অভিযানিক টিম।ধরলেন এসআই মাসুম বিল্লাহ ও এএসআই আরাফাত
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২২/০৭/২৩ তারিখ রাত্র ০৮ ঘটিকার দিকে সদর থানাধীন রেলগেটের পাশে কালুর হোটেলের সামনে থেকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাসুম বেল্লা ও এএসআই আরাফাত সঙ্গীয় ফোর্স উপরে উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সাজার আসামী মাদক সম্রাট মিলনকে গ্রেফতার করেন। সে চুয়াডাঙ্গা সদর থানার রেলপাড়ার মৃতঃ নবিছউদ্দিন মন্ডল এর পুত্র।
ফরিদপুর অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত কর্তৃক তিনি সাজাপ্রাপ্ত পলাতক আসামী দীর্ঘদিন ধরে নিজেকে আত্মগোপনে রেখে মাদকের ব্যাবসা করে আসছিল।আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited