এন আর ডি ডেস্ক নিউজ ঃ
দ্রুত বাসা থেকে বেরিয়ে বিমানবন্দরে গিয়ে ভেতরে প্রবেশ করতে পারেননি বলিউড অভিনেত্রী মৌনী রায়। কারণ ব্যাগে পাসপোর্ট নিতে ভুলে গিয়েছিলেন তিনি। বিমানবন্দরে প্রবেশপথে কর্তব্যরত নিরাপত্তারক্ষী অভিনেত্রীর কাছে পাসপোর্ট দেখতে চাইলে ব্যাগে অনেক খুঁজেও সেটি পাননি। এ কারণেই বিমানবন্দরে আটকা পড়েন মৌনী। বুধবার সকালে মুম্বাই বিমানবন্দরে পাসপোর্ট না থাকায় গেটে বেশ খানিকক্ষণ সময় অপেক্ষা করতে হয়েছে এ অভিনেত্রীকে।
দি ইন্ডিয়ান এক্সপ্রেস এর খবর অনুযায়ী, বিমানবন্দরের প্রবেশদ্বারে কর্তব্যরত নিরাপত্তারক্ষী মৌনী রায়ের কাছে পাসপোর্ট দেখতে চাইলে ব্যাগে অনেক খুঁজে না পাওয়ায় বিমানবন্দরে আটকা পড়েন মৌনী। নিরাপত্তারক্ষী পাসপোর্ট না থাকলে কোনোভাবেই বিমানবন্দরে ঢোকা যাবে না। সে সাধারণ মানুষ হোক কিংবা কোনো তারকা। সবার জন্য একই নিয়ম।
এদিকে ঘটনাটি ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি বিমানবন্দরে উপস্থিত থাকা ফটোগ্রাফাররা। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
ওই ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে মৌনী রায়ের পরনে নীল রঙের কো-অর্ড সেট, চোখে চশমা, হাতে তিন লাখ টাকা দামের ব্যাগ। বিমানবন্দরে ঢোকা মাত্র স্বভাবসিদ্ধ ভঙ্গি হেসে কথা বলেন ফটোগ্রাফারদের সঙ্গে। তাদের ক্যামেরার সামনে পোজও দেন। তার পরই গেটের সামনে যেতেই অন্য রূপ। ব্যাগের ভেতরে কিছু যেন তন্ন তন্ন করে খুঁজেও পেলেন না। অগত্যা বাড়ি ফিরতে হলো অভিনেত্রীকে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited