আমির হোসেন, সুনামগঞ্জ
সুনামগঞ্জ টুকেরবাজার নৌপুলিশের অভিযানে দ্রুতগতিতে নৌ-যান চলাচলের অপরাধে চুনাপাথর বোঝাই ভাল্কহেড সহ ৩ জন কে আটক করা হয়। রোজ মঙ্গলবার ১১জুলাই দুপুরে সুরমা নদীর ইনাতনগড় এলাকা থেকে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতরা ব্রাহ্মণবাড়িয়া
জেলার সরাইল থানার রাণী দিয়া গ্রামের আব্দুস ছোবানের ছেলে রুবেল মিয়া, আঙ্গুর মিয়ার ছেলে ইয়াছিন মিয়া, মতি মিয়ার, ছেলে আক্তার মিয়া। নৌ পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার সম্পা ইয়াছমিনের নির্দেশনায় টুকের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহাগ রানার নেতৃত্বে নৌ পুলিশের একটি চৌকশ অভিযানিক টিম অভিযান চালিয়ে দ্রুতগতিতে নৌ-যান চলাচলের অপরাধে চুনা পাথর বোঝাই এমবি সারোয়ার বাল্কহেড সহ তিনজন কে আটক করা হয়। আটক নিশ্চিত করে টুকের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহাগ রানা জানান নদীপথে দ্রুতগতিতে নৌ-যান চালানো আইনগত অপরাধ নৌ পুলিশের চলমান অভিযানে নদীপথে সকল প্রকার অপরাধীদের ধরতে নৌ পুলিশ সকল সময় প্রস্তোত দ্রুত গতিতে নৌ-যান চালানোর অপরাধে আটককৃতদের বিরোদ্ধে আইনগত ব্যাবস্হা নেওয়া হবে।