স্পোটর্স ডেস্ক:: কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের শিরোপার খরা কাটায় আর্জেন্টিনা। লিওনেল মেসিদের শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্ত-সমর্থকরা।
‘আর্জেন্টিনার জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ’-এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশের পর নজরে পড়ে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের। তার পর থেকেই বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের আলাদা চোখে দেখে ফুটবল আর্জেন্টিনা।
বৃহস্পতিবার ঈদুল আযহা পালন করছেন বাংলাদেশের মানুষ।পবিত্র এই ঈদের খুশির দিনে বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের শুভেচ্ছা জনাতে ভুল করেনি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল।
আর্জেন্টিনা জাতীয় দলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া স্মরণীয় মুহূর্ত।’











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited