নেত্রকোনা প্রতিনিধি :
২৬ জুন সোমবার দুপুরে নেত্রকোনা
জেলা প্রশাসকের কার্যালয়ে সদরের ৮ নং
দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নব নির্বাচিত
চেয়ারম্যান হিসেবে ইউনিয়নের সার্বিক দায়িত্ব গ্রহন করেছেন নব নির্বাচিত চেয়ারম্যান মো, নাসির উদ্দিন রানা ।
শপথবাক্য পাঠ করান নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস ।এ সময় জনগণের সেবক হিসেবে দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের জনগণের মাঝে শতভাগ সেবা প্রদানে তাগিদ দেন চেয়ারম্যান মো, নাসির উদ্দিন রানা কে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকার সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
নব নির্বাচিত চেয়ারম্যান মো, নাসির উদ্দিন রানা জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও ৮ নং দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি আস্থা ও পরম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন , অগ্রাধিকার ভিত্তিক পদক্ষেপে কৃষি , বৃক্ষ রোপণ , গবাদিপশু , মাছ, ইত্যাদির প্রকৃত উন্নয়ন এবং যথারীতি বাজার বিপনন ব্যবস্থার মাধ্যমে স্থানীয় অর্থনীতির অধিকতর সক্ষমতা, রাস্তাঘাট সহ অন্যান্য অবকাঠামো নির্মানের চ্যালেজ্ঞ , শিক্ষা , স্বাস্থ্য , সংস্কৃতি, খেলাধূলা, বাল্যবিবাহ প্রতিরোধ, গুজব রোধ, মাদকমুক্ত সমাজ ইত্যাদির মতো অনিবার্য বিষয়ে তার নিজের মেধা শ্রম আত্মশক্তি এবং পরিষদের মেম্বারগণের মেধা
শ্রমযুক্ত করে তার এলাকার মাটি ও মানুষের পরিবর্তন আনবেন ।
আজকের এই শপথ বস্তুুত মানুষের সেবা করার শপথ। তিনি মানুষ কে বিশ্বাস করেন।
মানুষের বিশ্বাস ও ভালোবাসর সাথে বেঁচে থাকাবেন এই অঙ্গীকার ব্যক্ত করেন ৮ নং
দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো, নাসির উদ্দিন রানা ।