স্বপ্নের মতো একটি মৌসুম কাটিয়ে এই মুহূর্তে আর্জেন্টিনায় ছুটি কাটাচ্ছেন লিওনেল মেসি। ছুটি শেষে আর কিছুদিন পর মাঠে ফিরবেন তিনি। সেটা নতুন মোড়কে! সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা যে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে পাড়ি দিয়েছেন।
অবশ্য ‘দিয়েছেন’ না বলে ‘দিতে যাচ্ছেন’ লেখাই উত্তম। কারণ এখনও চুক্তির আনুষ্ঠানিকতা বাকি। তবে মেসি যে মেজর লিগ সকারের দলটিতেই খেলবেন এটা নিশ্চিত। এরই মধ্যে ক্লাবটির হয়ে কবে থেকে তিনি অনুশীলন শুরু করবেন তা ঠিক হয়ে গেছে।
আগামী ১৪ বা ১৫ জুলাই মেসি যুক্তরাষ্ট্রে যাবেন বলে খবর। টিওয়াইসি স্পোর্ত তাদের প্রতিবেদনে লিখেছে, এরপর তিন মৌসুমের জন্য মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে প্রথম দুই বছর পর ক্লাব ছাড়ার সুযোগ থাকবে চুক্তিতে।
সব ঠিক থাকলে আগামী ২১ জুলাই ডিভিআর পিএনকে স্টেডিয়ামে লিগস কাপে মেক্সিকান দল ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক হতে পারে মেসির। ১০ নম্বর জার্সি পরেই খেলতে দেখা যাবে মেসিকে।
গত ২৪ জুন ৩৬ বছর পূর্ণ করেছেন মেসি। জন্মদিন পালন করেছেন নিজ দেশেই। জন্মদিনের দিনেই নিজের পুরনো ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে খেলতে নামেন মেসি। আর্জেন্টিনার সাবেক ফুটবলার ম্যাক্সি রদ্রিগেজের ফেয়ারওয়েল ম্যাচে অংশ নেন সেদিন। ঠিক তার পরদিন বোকা জুনিয়র্সে হুয়ান রোমান রিকুয়েলমের বিদায়ী ম্যাচে অংশ নেন।