এন আর ডি ডেস্ক নিউজ ঃ
সমাজে পিছিয়ে থাকা হিজড়া জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় নিয়ে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থা। বুধবার (২ জুলাই) দুপুরে আনন্দ মিছিল নিয়ে রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর লোকজন।
বেলা ১১টার দিকে রংপুর নগরীর নূরপুর থেকে আনন্দ মিছিল বের করে শাপলা চত্বর, প্রেসক্লাব, পায়রা চত্বর, সুপার মার্কেট মোড় হয়ে জিলা স্কুল মাঠের প্রবেশমুখে এসে পৌঁছান তারা।
এ সময় তারা মিছিল থেকে প্রধানমন্ত্রীকে রংপুরে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। আনন্দ মিছিল থেকে ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’, ‘আওয়ামী লীগ সরকার বারবার দরকার’, ‘শেখ হাসিনার দুই নয়ন হিজড়া জনগোষ্ঠীর উন্নয়ন’, ‘আমার দেশ তোমার দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এমন নানা স্লোগানে মুখরিত হয় সভাস্থল। এতে নেতৃত্ব দেন ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার রংপুর বিভাগের সভাপতি আনোয়ারা ইসলাম রানি।
আনোয়ারা ইসলাম রানি বলেন, বর্তমান সরকার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য যা করছে তা অতীতের কোনো সরকারই করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নিজেদের পরিচয় পেয়েছি। দেশের নাগরিকত্ব পেয়েছি, ভোটাধিকার পেয়েছি। মানুষ হিসেবে আমাদের যেসব অধিকার রয়েছে, শেখ হাসিনার সরকার আমাদের দিয়েছে। প্রধানমন্ত্রীর রংপুর আগমনে আনন্দিত ও উদ্বেলিত আমরা।
এদিকে বেলা ১২টায় এই জনসভা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন রংপুরের পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন।