কুষ্টিয়া জেলা প্রতিনিধি ঃ
বিএনপি ও জামাত,শিবিরের নৈরাজ্য সৃষ্টি,অগ্নি সংযোগ ও ভাংচুরের প্রতিবাদে আজ রবিবার বিকালে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শহরের ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে চৈতন্য মোড়ের বক চত্বর হয়ে ভেড়ামারা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।পরে বাসস্ট্যান্ডে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু,উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা,উপজেলা আওয়ামীলীগ নেতা ও ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা,উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যাক্ষ আলহাজ্ব জাকির হোসেন বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আব্দুল হান্নান, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনছার আলী,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম,,সহ- সভাপতি আনোয়ার হোসেন গামা, সহ- সভাপতি আহাদুজ্জামান রানা, সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ,এ্যাডঃ মারুফ বিল্লাহ,জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি সোলায়মান চিশতি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম,সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাঁধন, সহ উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ,শ্রমিকলীগ, কৃষকলীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।