রংপুর জেলা প্রতিনিধি ঃ
সারা বাংলাদেশের ন্যায় রংপুরে চলছে ছাত্রলীগের শুদ্ধি অভিযান। বিশেষ বর্ধিত সভায় না থাকায় ১৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এর পূর্বে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রংপুর জেলা ছাত্রলীগের ১৪ জনকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক একে এম তানিম আহসান চপল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কারণ দর্শানোর নোটিশ পাওয়া অধিকাংশই উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে গত ২৪ আগস্ট বিকেলে দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।
উক্ত বর্ধিত সভায় যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হননি তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী তিন কার্য দিবসের মধ্যে লিখিত প্রতিবেদন আকারে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি / সাধারণ সম্পাদকের নিকট স্ব শরীরে উপস্থিত হয়ে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হলো।
উক্ত বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ জানান, ঢাকায় ছাত্রসমাবেশে যোগ দেয়া উপলক্ষ্যে বিশেষ বর্ধিত সভা ডাকা হয়েছে। যারা সভায় উপস্থিত হননি তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।