নড়াইল জেলা প্রতিনিধি ঃ
নড়াইলে তারেক-জুবাইদার রায়ের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সমাবেশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রায়ের প্রতিবাদে নড়াইলে ঘরোয়াভাবে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসভবনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া বিএনপির আহবায়ক নজরুল ইসলাম,ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান সানি, প্রমুখ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রায়কে আদালতের রায় নয় উল্লেখ্য করে বক্তরা বলেন, এ রায় গণভবনের রায়। এ রায় আমরা মানি না। অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশের জনগনকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।
এসময় জেলা ও উপজেলার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।