এন আর ডি ডেস্ক নিউজ ঃ
চলতি মাসে ঢাকায় বড় ধরনের সমাবেশ করবে বিএনপি। একই ধরনের কর্মসূচি ঘোষণা দেবে যুগপৎ আন্দোলনের সমমনা রাজনৈতিক দলগুলোও। আজ শনিবার এই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতারা।
জানা গেছে, গণতন্ত্র মঞ্চ বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে, সেখান থেকে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবে। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা জোনায়েদ সাকি বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া ১২ দলীয় জোটের নেতাদের বিকেল চারটায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডেকেছে বিএনপি। আজ তারুণ্যের সমাবেশ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশের কর্মসূচি ঘোষণা করতে পারেন।
আগামী ২৭ জুলাই এই সমাবেশ অনুষ্ঠিত হতে পারে। সমাবেশ সফল করতে সারা দেশের নেতাকর্মীদের ঢাকায় আসতে নির্দেশ দেওয়া হতে পারে বলে জানা গেছে।