বিনোদন ডেস্ক:: বিতর্কে থাকতে যেনো তিনি ভালোবাসেন।তাই তো বারবারই বিতর্কৃত পোশাক পড়ে হাজির হচ্ছেন তিনি।উরফি জাভেদ।পোশাক পরে আলোচনায় থাকেন ফ্যাশনের একনিষ্ঠ অনুসারী। অনেকের কাছে তার পোশাক উদ্ভট মনে হলেও ভক্তরা বেশ পছন্দ করে এই ফ্যাশন প্রিয় অভিনেত্রীকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন উরফি। সেখানে দেখা যায় কালো স্কাটের সঙ্গে বিকিনি টপ হিসেবে দুটি পিৎজার টুকরো পরেছেন। ক্যাপশনে লিখেছেন, অ্যনিওয়ান?
পোস্ট দেওয়ার পর থেকেই পিৎজা পোশাক নিয়ে নেটিজেনদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার নতুন এই পোশাকের প্রশংসা করেছেন। অন্যদিকে উরফিকে কটাক্ষ করেছেন বেশির ভাগই।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে উরফি জাভেদের কোনো কিছু পোস্ট করা মানেই তা রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া। তার এই পিৎজা লুকও ব্যতিক্রম নয়। এই পোশাক পরে আবারও প্রমাণ করলেন তিনি প্রকৃতই ফ্যাশনিস্তা (ফ্যাশনের একনিষ্ঠ অনুসারী)।