বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ছবির প্রযোজনা হয় ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেই। বছর জুড়ে নানা ভাষায় আঠেরোশোর বেশি ছবি মুক্তি পায় ভারতে। গত এক দশকে ভারতে তৈরি হওয়া সব থেকে ব্যয়বহুল ছবির প্রসঙ্গ আসলে অনেকেই হয়তো বলবেন ‘আদিপুরুষ’-এর কথা। কেউ বা তার আগে মুক্তি পাওয়া ‘বাহুবলী’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘কেজিএফ ২’, ‘ধুম ৩’ইত্যাদি ছবির কথাও বলবেন।
তবে সেসব ছাপিয়ে ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি হিসাবে এগিয়ে থাকবে নাগ অশ্বিন পরিচালিত ‘প্রজেক্ট কে’। প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানি অভিনীত এই ছবিটিই এখন পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি খরচ করে তৈরি হওয়া ছবি হতে চলেছে। ছবিটির বাজেট ৬০০ কোটি টাকা।
জানা গেছে, প্রভাস ছবিটির জন্য নিয়েছেন দেড়শো কোটি টাকা। ছবির বাজেটের এক-চতুর্থাংশ প্রভাসের জন্যই ব্যয় করা হয়েছে। অন্যদিকে কমল হাসান নিয়েছেন ২০ কোটি টাকা। দীপিকার পারিশ্রমিক ১০ কোটি। অমিতাভ, দিশা প্রমুখের জন্য খরচ হয়েছে ২০ কোটি। অভিনেতাদের পারিশ্রমিক সব মিলিয়ে ২০০ কোটি। প্রযোজনার খরচ ঠিক এর দ্বিগুণ, অর্থাৎ ৪০০ কোটি টাকা।
কিছু দিন আগে মুক্তি পাওয়া ‘আদিপুরুষ’ ছবির বাজেট ছিল ৫০০ কোটি টাকা। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’-এর বাজেটও ছিল ৫০০ কোটি। দক্ষিণী তারকা রজনীকান্ত অভিনীত ‘২.০’-এর বাজেট ছিল ৫০০ কোটি। রণবীর সিং-আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ তৈরি করতে লেগেছিল ৪১০ কোটি টাকা।
আমির খান এবং অমিতাভ বচ্চন অভিনীত ‘থাগস অফ হিন্দুস্তান’ তৈরি হয়েছিল ৩১০ কোটি টাকায়। ‘বাহুবলী’ ছবিটি মুক্তি পেয়েছিল দু’ভাগে। ২৫০ কোটি বাজেট ছিল এই ছবির। এমনকি শাহরুখ খান অভিনীত বিপুল সাফল্যের মুখ দেখা ছবি ‘পাঠান’-এর বাজেটও ছিল ২৫০ কোটি।