‘পরান’ ও ‘হাওয়া’ সিনেমার পর শরিফুল রাজ এবার আসছেন ওটিটিতে। আসন্ন ঈদে বিঞ্জে মুক্তি পেতে যাচ্ছে সাত পর্বের ওয়েব সিরিজ ‘ইনফিনিটি সিজন টু’। সিরিজটিতে এজেন্ট মুরাদের চরিত্রে দেখা যাবে হালের জনপ্রিয় এ তারকাকে।
তিন বছর আগে মুক্তি পেয়েছিল সিরিজটির প্রথম সিজন। যেখানে গল্পের শেষ দেখানো হয়েছিল সেখান থেকে শুরু হবে নতুন এই সিজনের গল্প। এমনটাই জানান এর পরিচালক মেহেদি হাসিব।
তার ভাষ্য, ‘এবারের গল্পটা আরও স্পেসিফিক। গত সিজনের বেশ কিছু রহস্যের উত্তরও দেয়া আছে গল্পের ভেতরেই। এবার আনকাট/লং টেকের ব্যবহার করেছি আমারা, বেশ কয়েকটা অ্যাকশন দৃশ্য উপভোগ করতে পারবে দর্শকরা।’
শরিফুল রাজ বলেন, ‘সিরিজটি দর্শক পছন্দ করবে বলে আমার ধারণা। দীর্ঘদিন আমার নতুন কোনো কাজ আসেনি। এই ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকরা আবার আমাকে খুঁজে পাবে।’
সিরিজটির গল্প লিখেছেন ম্যাক্স রহমান। শরিফুল রাজ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সাঞ্জু জন, শিবলি নোমান, মুরাদ পারভেজসহ অনেকেই। বিশেষ দুটি চরিত্রে দেখা যাবে এস এন জনি ও সামিয়া অথৈকে।