বিয়ের ১১ বছর পর বাবা হলেন দক্ষিণী তারকা রাম চরণ। তার স্ত্রী উপাসনা মঙ্গলবার সকালে হায়দরাবাদের অ্যাপেলো হাসপাতালে প্রথমবারের মত একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। তাদের মা–বাবা হওয়ার খবর হায়দরাবাদের অ্যাপেলো হাসপাতাল সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে।
হাসপাতালটি এক মেডিকেল বুলেটিন শেয়ার করে লিখেছে, ‘২০ জুন ২০২৩-এ হায়দরাবাদের জুবিলি হিলসের অ্যাপেলো হাসপাতালে শ্রীমতী উপাসনা কামিনেনী কোনিডেলা আর রামচরণের এক সন্তান এসেছে। শিশু আর মা সুস্থ আছেন।’
গত বছরের ডিসেম্বরেই রামচরণ আর উপাসনা জানিয়েছিলেন যে তারা তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। আজ সকালে উপাসনার কোলজুড়ে আসে কন্যা সন্তান।
এর আগে হাসপাতাল থেকে রামচরণ আর উপাসনার এক ভিডিও প্রকাশ্যে এসেছিল। আর তার কয়েক ঘণ্টা পরই সুখবর শোনালেন এই তারকা দম্পতি।
‘মাগাধিরা’ ছবির জন্য দারুণ জনপ্রিয় ভারতের দক্ষিণের অভিনেতা রাম চরণ। রাম চরণের স্ত্রী উপাসনা ভারতের নামকরা অ্যাপোলো চ্যারিটির ভাইস চেয়ারম্যান ও ‘বি পজিটিভ’ ম্যাগাজিনের প্রধান সম্পাদক।