গত সোমবার প্রয়াত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, চিত্রনায়ক ও সংসদ সদস্য (এমপি) আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে শূন্য হয়েছে ঢাকা-১৭ সংসদীয় আসন। আর এই আসনে আরেক চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে দেখতে চেয়েছেন ওমর সানী। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে এক পোস্টে এ দাবি জানান তিনি।
বুধবার (১৭ মে) সন্ধ্যায় সোশ্যালে ওমর সানী লেখেন, ‘ফারুক ভাই চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না। গুলশান-বনানী তার যে সংসদ সদস্য পদ খালি হয়েছে, সেই জায়গায় আমাদের ছোট ভাই ফেরদৌসকে ভাবাই যায়। মাননীয় প্রধানমন্ত্রী একটু ভেবে দেখবেন, ধন্যবাদ।’
এদিকে গত কয়েকদিন ধরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করে ওই আসনে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা পোষণ করেন অভিনেতা সিদ্দিক।
প্রসঙ্গত, অভিনয়ের বাইরে ক্ষমতাশীল দলের সঙ্গে রাজনীতিতে সক্রিয় ছিলেন চিত্রনায়ক ফারুক। ২০১৮ সালে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে এমপি নির্বাচিত হন তিনি। মঙ্গলবার (১৬ মে) রাতে গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।