শেষের পথে চিত্রনায়ক ফেরদৌসের ‘দখিন দুয়ার’ সিনেমা। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত এ সিনেমায় ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শিমলা।
এরইমধ্যে ফেরদৌসের অংশের শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। পুরো সিনেমার অল্প কিছু অংশের শুটিং বাকি আছে।
পদ্মাপাড়ের মানুষের জীবন, টানাপোড়েনের গল্প নিয়ে এ সিনেমা। ছবিতে ফেরদৌসকে দেখা যাবে নৌকা ব্যবসায়ী চরিত্রে।
ফেরদৌস বলেন, সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের ‘গঙ্গাযাত্রা’, ‘অন্তর্ধান’ সিনেমাতে কাজ করেছি। দুটি সিনেমা প্রশংসিত হয় এবং একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। নতুন সিনেমার গল্পটা আমার ভালো লাগায় কাজটা করতে রাজি হয়েছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’