ভালোবেসে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের কোল জুড়ে আসে পুত্র সন্তান। এরপরেই ছন্দপতন, বিচ্ছেদ হয় এই দম্পতির। এরপর বুবলীর সাথে শাকিবের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বুবলীকে ঘিরে শাকিবকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। বর্তমানে বুবলীর সঙ্গেও চলছে তার কাদা ছোড়াছুড়ি। এরই মধ্যে ভক্তদের গুঞ্জন উঠেছে— আবার শাকিব-অপু জুটি এক হচ্ছেন।
চলমান বিভিন্ন ইস্যুতে কথা বলতে সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখী হয়েছিলেন অপুন বিশ্বাস। শাকিবের প্রশংসা করে তিনি বলেন, সত্যি কথা বলতে, আমার কোনো এখন টেনশন নেই। কারণ হচ্ছে— জয় এখন তার বাবার পরিবারে বেশি থাকে। আরও মজার বিষয় হচ্ছে— জয়কে নিয়ে আমি যতটা টেনশন করি, তার থেকে বেশি টেনশন করে তার বাবা। এটা আমার জন্য আশীর্বাদ।
অভিনেত্রী বলেন, আগে অনেক টেনশন হতো, যখন ওর বাবা ছেলের কোনো খোঁজখবর নিত না। ওর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আমার এখন কোনো টেনশন নেই। আমি এখন দেশের বাইরে গেলে কোনো ধরনের টেনশন ছাড়াই যেতে পারি। বর্তমানে আমি এখন শুধু মা নই, বরং আমি একটি পরিবার। সেই দায়িত্ব আমার কাঁধে চলে এসেছে বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস