আবু ধাবিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া আইফা অনুষ্ঠানে ভিকি কৌশালকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন সালমান খানের নিরাপত্তারক্ষীরা। এ নিয়ে জল ঘোলা কম হয়নি! এরমধ্যে এবার ঘটলো নতুন কাহিনি! নাচতে গিয়ে কেলেঙ্কারি ঘটালেন অভিনেতা!
স্ত্রী ক্যাটরিনা কাইফের গানে নাচতে গিয়েই বিপত্তি বাঁধাল ভিকি কৌশাল। ‘শিলা কি জাওয়ানি’ গানে নাচতে গিয়ে রাখি সাওয়ান্তের পোশাকে পা জড়িয়ে হোঁচট খেয়ে পড়ে যান ভিকি। ঘটনার সময় সঙ্গে ছিলেন সারা আলি খানও। অপ্রস্তুত হয়ে যান অভিনেতার নায়িকাও।
সে মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল! সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে চলছে ক্যাটরিনার সুপার হিট গান ‘শিলা কি জাওয়ানি’। একেবারে সামনেই দাঁড়িয়ে ভিকি-সারা, তাদের সঙ্গে ছিলেন রাখি। গানের তালে নাচতে গিয়ে ধাক্কা লেগে যায়, রাখির পোশাকে পা জড়িয়ে যায় অভিনেতার। উত্তেজনাবশত নাচতে গিয়ে প্রায় উল্টে পড়তে পড়তেও সামলে নেনে নিজেকে।
আগামী ২ জুন মুক্তি পেতে চলেছে ভিকি ও সারা ‘জারা হটকে জারা বাঁচকে’ ছবিটি। তার প্রচারেই জুটিতে দেখা মিলছে তাদের। তবে সবকিছু ভালভাবে মিটিয়ে মুম্বাই ফিরেছেন অভিনেতা।